মালয়েশিয়া বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৯ অক্টোবর ২০১৫

মালয়েশিয়া বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে কুয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল সলিলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেনের পরিচালনায় এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়।

সভায় বক্তরা বলেন, বর্তমান অবৈধ সরকার জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতা আঁকড়ে রেখেছে। দেশে আজ নারী নির্যাতন, হত্যা, গুম ও অপহরণ বেড়েই চলেছে। এ জালিম সরকারের হাত থেকে মুক্তি পেতে হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

নবগঠিত মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল তার বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের তদন্তের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করত উঠে পড়ে লেগেছে।  

কার্যনির্বাহী সভায় একশ’ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে মালয়েশিয়ার প্রত্যন্ত অঞ্চলে আগেকার শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুনভাবে শাখা কমিটি গঠন ও দায়িত্ব বন্টন, প্রবাসীদের কল্যাণে ডেস্ক গঠন, ৭ নভেম্বর সংহতি ও সিপাহী বিপ্লব উদযাপন ও ২০ নভেম্বর তারেক রহমানের জন্মবার্ষিকী পালন।

কার্যনির্বাহী সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক আয়েশা সিদ্দিকা মানী, হিউমেন রাইটস অ্যাফেয়ারস জাতীয়তাবাদী দলের সেন্ট্রাল কমিটির সেক্রটারি ড. আরিফা জেসমিন নাহীন, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন প্রমুখ।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।