ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন ‘কপ্পু’


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৮ অক্টোবর ২০১৫

ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ‘কপ্পু’ নামের একটি টাইফুন। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার-হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রোববার সকালে টাইফুনটি লুজোন দ্বীপের কাছে কাসিগুরান শহরে আঘাত হানে। খবর বিবিসি।

 সরকারের প্রধান দুর্যোগ সংস্থার প্রধান আলেক্সজান্ডার পামা জানান, ঝড়ের ফলে সমুদ্র তীরবর্তী এলাকায় ১২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ দেখা দিয়েছে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভূমিধসের খবরও পাওয়া গেছে।

 তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় লুজনে অন্তত ১০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এতে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

`কপ্পু` প্রায় ৬৫০ কিলোমিটার বিস্তৃত এবং ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে বাতাস উৎপন্ন করছে। তবে টাইফুনটি খুব ধীরগতিতে (ঘণ্টায় ৩ কিলোমিটার) ধেয়ে আসছে। এর ফলে দীর্ঘসময় যাবত তীব্র বৃষ্টিপাত হবে বলে আশংকা করা হচ্ছে।

এর আগে শুক্রবার ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো আকুইনো টেলিভিশনে ঝড়ের পূর্বাভাস দিয়ে সবাইকে সাবধান থাকতে পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৬ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।