নতুন করে সতর্কতা যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি: বাণিজ্যমন্ত্রী


প্রকাশিত: ০৫:২৭ এএম, ১৮ অক্টোবর ২০১৫

দুই বিদেশি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের আবারো নতুন সতর্কতা জারি করাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।
 
রোববার সকালে শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে বনানীতে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শনিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের হালনাগাদ করা নিরাপত্তাবিষয়ক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনো ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।