ক্যান্সার শনাক্তে পিল বানাচ্ছে গুগল


প্রকাশিত: ০৪:০৯ এএম, ৩১ অক্টোবর ২০১৪

প্রাণঘাতী ক্যান্সার শনাক্তের জন্য বিশেষ পিল বানাচ্ছে মার্কিন শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। প্রতিষ্ঠানটির এ পিলের মাধ্যমে ন্যানোপার্টিকেল মানবদেহের ভেতরে নির্দিষ্ট স্থানে পৌঁছানো সম্ভব হবে, যা প্রাথমিক অবস্থায় ক্যান্সার ও হার্ট-অ্যাটাকসহ একাধিক রোগ শনাক্ত করতে সক্ষম হবে। তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় বলে এক বিবৃতিতে জানিয়েছে গুগল। - খবর টেলিগ্রাফ

 

জানা যায়, বর্তমানে ন্যানোপার্টিকেল নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি, যা মানবদেহের ভেতরে ক্যান্সার বা টিউমার কোষ শনাক্ত করবে। এক্ষেত্রে বিশেষ পিল ব্যবহার হবে ন্যানোপার্টিকেল মানবদেহের বিভিন্ন অংশে বহনের কাজে। আর এ বিষয়টি নিয়ে কাজ করছেন গুগলের এক্স ল্যাবের লাইফ সাইন্স বিভাগের গবেষকরা। মঙ্গলবার অনুষ্ঠিত ডব্লিউএসজেডি সম্মেলনে গুগল এক্স বিভাগের অন্তর্ভুক্ত এ গবেষণাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

 

গুগলের লাইফ সায়েন্স বিভাগের প্রধান গবেষক অ্যান্ড্রু কনরাড জানান, মানবদেহে ক্যান্সারের মতো জটিল রোগ শনাক্ত করতে ন্যানোপার্টিকেলের পরীক্ষামূলক ব্যবহার এরই মধ্যে শুরু করেছে গুগল। তবে গবেষণাটিকে সফলভাবে বাণিজ্যিক রূপ দিতে আরো এক দশক সময় লাগতে পারে বলে জানান এ কর্মকর্তা।

 

কনরাড আরও জানান, ন্যানোপার্টিকেল শিরায় পৌঁছে দিতে যন্ত্রগুলোকে ডিজাইন করা হচ্ছে পিলের আকারে। পিলগুলো এতটাই ক্ষুদ্রাকার যে, একটি রক্তকোষের ভেতরে থাকতে পারবে প্রায় ২ হাজার ন্যানোপার্টিকেল। এছাড়া পার্টিকেলগুলো চৌম্বকধর্মী হওয়ায় শরীরে যে কোনো স্থানে চুম্বক ধরে একত্রিত করা যাবে এদের, জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে।

 

গুগলের এক মুখপাত্র জানান, ন্যানোপার্টিকেল প্রযুক্তির সাহায্যে অগ্নাশয় ক্যান্সার শনাক্ত আরো সহজ হবে। এ পর্যন্ত মাত্র ৩ শতাংশ অগ্নাশয় ক্যান্সার কোষ শনাক্ত করতে সক্ষম হয়েছে চিকিত্সাবিজ্ঞান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।