ফিলিপাইনে কঙ্কালভর্তি মালয়েশিয়ান বিমান!


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৩ অক্টোবর ২০১৫

ফিলিপাইনের তায়ি তায়ি প্রদেশের একটি দ্বীপে মালয়েশিয়ান পতাকাবাহী কঙ্কালভর্তি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। তবে বিমানটি নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ যাত্রীবাহী বিমান কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর ডেইলি মেইল।

পুলিশ জানিয়েছে, তায়ি তায়ি প্রদেশের সুগবাই দ্বীপের কাছে একটি জঙ্গলে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে তারা শুনেছেন। বোর্নিও প্রদেশের পুলিশ কমিশনার জালালুদ্দিন আব্দুল রহমান জানিয়েছেন, এক নারী ওই দ্বীপের জঙ্গলে একটি বিমানের ধ্বংসাবশেষ দেখেছেন বলে দাবি করেছেন। তবে ওই ধ্বংসাবশেষ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের কি না তা নিশ্চিত করতে পারেননি এই কর্মকর্তা।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, স্থানীয় এক ব্যক্তি পুলিশকে ফোনে জানিয়েছেন তার এক আত্মীয় ও আরো কয়েকজন ওই জঙ্গলে পাখি শিকারের জন্য হাঁটছিলেন। এমন সময় তারা জঙ্গলের প্রায় অর্ধেক অংশ জুড়ে বিমানের বিভিন্ন ক্ষুদ্র যন্ত্রাংশ পড়ে থাকতে দেখেন। বিমানের ভাঙ্গা অংশের ভেতরে অনেকগুলো মানুষের কঙ্কাল আছে বলে ওই নারী জানিয়েছেন। এছাড়া ওই জঙ্গলে বিমানের ধ্বংসাবশেষের কাছে ৭০ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৩৫ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট মালয়েশিয়ার একটি পতাকাও পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জঙ্গলে পাওয়া ওই বিমানটির আসনে পাইলটের বসে থাকা কঙ্কাল দেখা গেছে। এছাড়া তার শরীরের সঙ্গে সিট বেল্ট ও কানে হেডফোনও লাগানো আছে।

গত বছরের মার্চে ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। তবে এখন পর্যন্ত ওই বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এছাড়া এর আগে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিলো। তারপর সেটিকেও মালয়েশিয়ান এয়ারলাইন্স এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছিলেন।

এদিকে, মঙ্গলবার ফিলিপাইনের নৌবাহিনীর সদস্যরা সুগবাই দ্বীপে স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রাথমিকভাবে অভিযান চালিয়েছে। তারা ওই দ্বীপে এখনো কোনো কিছুই খুঁজে পাননি বলে জানিয়েছেন। তবে ঘটনাস্থলে নৌবাহিনীর কর্মকর্তাদেরকে পাঠানো হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।