উপ-সচিবসহ ওয়াসার ৮ জনকে দুদকে তলব


প্রকাশিত: ০৭:৩০ এএম, ৩০ অক্টোবর ২০১৪

নিয়োগ দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব মো. জাহাঙ্গীর আলমসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে বুধবার সংশ্লিষ্টদের কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরিত ওই নোটিশ তাদের আগামী ৯ ও ১০ নভেম্বর দুদকের জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।

৯ নভেম্বর চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী (সিভিল) ফারহানা জেবিন, অ্যাকাউন্ট অ্যাসিসটেন্ট আফসানা নূর, রাজস্ব কর্মকর্তা মীর হোসেন ও লিয়াকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।