প্রেসক্লাবের সামনে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবস্থান


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১০ অক্টোবর ২০১৫

মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ফল বাতিল করে পুনঃপরীক্ষার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমের সামনে প্রশ্ন ফাঁসের প্রমাণাদি তুলে ধরবেন তারা। এ সময় গণমাধ্যমকে প্রমাণাদি সরবরাহ করা হবেও বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র খালিদ সাইফুল্লাহ।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়। তাদের শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কথা থাকলেও পরে প্রেসক্লাব অভিমুখে মিছিল নিয়ে রওনা হয় তারা। এরপর প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয় তারা।

এএস/জেডএইচ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।