মেডিকেলে পুনঃভর্তি : ছাত্র ধর্মঘট চলছে সারাদেশে
মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষাসহ ৪ দফা দাবি না মানায় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাকে সারাদেশে ছাত্র ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালনের খবর পাওয়া যাচ্ছে।
প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যে ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্র ধর্মঘট। কলা ভবনে কোন ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে বিজনেস ফ্যাকাল্টি, কার্জন হল ও সমাজবিজ্ঞান অনুষদের কয়েকটি বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
সকাল থেকেই প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতারা ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে অবস্থান নেয়। কলা ভবনের মূল ফটকে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশে বাধা দেয় তারা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ছাত্র ধর্মঘটের ডাক দেয় তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুম্মন বলেন, গত ১৮ সেপ্টেম্বর ফাঁসকৃত প্রশ্নে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা হওয়ার পর থেকে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়াসহ ৪ দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। কিন্তু পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়েছে। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বহীন বক্তব্য দিয়ে বিষয়টিকে আড়াল করার চেষ্টা করছেন।
ইমরান আরো বলেন, গত ৪ অক্টোবর আমরা প্রশ্ন ফাঁস বন্ধ, ফাঁসকৃত প্রশ্নপত্রে নেয়া ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা নেয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে ৬ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু পুনঃভর্তি পরীক্ষাসহ আমাদের দাবিতো মানা হয়নি, ন্যূনতম একটি তদন্ত কমিটিও গঠন করা হয়নি। বরং স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য প্রশ্নফাঁসকারীদের আরো উৎসাহিত করছে। এ অবস্থায় আমরা আমাদের পূর্বঘোষিত ধর্মঘট পালনের জন্য ছাত্র-শিক্ষক ও অভিবাবকসহ সবাইকে আহ্বান জানাচ্ছি।
এদিকে আজ (বুধবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জোটের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
এমএইচ/আরএস/এমএস/এমএস