কর ফাঁকির মামলায় মেসির মুক্তি


প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৬ অক্টোবর ২০১৫

অবশেষে কর ফাঁকির মামলা থেকে মুক্তি পেলেন বার্সা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে মেসির বিরুদ্ধে প্রায় ৪.১ মিলিয়ন ইউরোর কর ফাঁকির অভিযোগ আনা হয়। স্পেনের আদালতে চলমান মামলাটির অভিযুক্তের তালিকা থেকে মেসির নাম প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে সহসাই মুক্তি মিলছে না তার বাবার।

স্পেনের কর বিভাগের অভিযোগ, প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন বার্সা ফরোয়ার্ড। যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকার সমান। এর দায় বর্তায় মেসির এজেন্টের ভূমিকা পালন করা তার বাবা হোর্হে মেসির ওপরও।

উরুগুয়ে, বেলিজ, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের কিছু নামকাওয়াস্তে প্রতিষ্ঠানকে ব্যবহার করে বার্সেলোনার ফুটবল তারকার ছবি স্বত্ব বিক্রির মাধ্যমে এ কর ফাঁকি দেয়া হয়েছে বলে অভিযোগ। কর ফাঁকির অভিয়োগে কয়েকদিন আগেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় মেসিকে।

যাচাই বাছাই শেষে মেসির বাবা হোর্হে মেসিকে অভিযুক্ত করা হয়েছে। তাই মঙ্গলবার আর্জেন্টাইন এই প্লে মেকারের বাবাকে দুই মিলিয়ন ইউরো জরিমানা করেছেন স্পেনের একটি আদালত।

মেসির বাবাও নিজের দায় স্বীকার করে বলেছিলেন, সব সময়ই বলে এসেছি, এর সঙ্গে মেসির কোনো সম্পর্ক নেই। আমাদের আইনজীবীরা বিষয়টি দেখছেন। এর সঙ্গে আমি জড়িত, ওর এতে কোনো সম্পর্ক নেই।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।