অমিতাভের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন


প্রকাশিত: ০৪:৩১ এএম, ২৯ অক্টোবর ২০১৪

বলিউডের সনামধন্য তারকা অমিতাভ বচ্চনকে হাজির হওয়ার সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ফেডারেল আদালত। ভারতে ১৯৮৪ সালের দাঙ্গায় শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে। এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হবার পর ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ‘খুনের বদলে খুন’- এ স্লোগান চালু করেছেন বলে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মার্কিন আদালতে অভিযোগটি করেছে নিউ ইয়র্কভিত্তিক শিখ ফর জাস্টিস (এসএফজে) এবং শিখবিরোধী দাঙ্গায় ক্ষতির শিকার দুই ব্যক্তি। ৩৫ পাতার ওই অভিযোগে দাবি করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হবার পর মানুষকে সহিংসতায় উস্কে দেন বচ্চন। মার্কিন আদালতের নিয়ম অনুযায়ী আনীত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জবাব দিতে হবে সমন জারির ২১ দিনের মধ্যে। ২৭শে অক্টোবর ইস্যু হওয়া ওই সমনে বলা হয়, অভিযোগের জবাব দিতে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতেই অভিযোগে দাবিকৃত ক্ষতিপূরণের পক্ষে রায় দেয়া হবে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে এসএফজে ভারতের একাধিক নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন আদালতে নেয়ার চেষ্টা করেছে। তবে এসব প্রচেষ্টা বরাবরই ব্যর্থ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।