দুর্নীতির খবর দাতাদের আইনি সুরক্ষা দেবে চীন


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৪
এক দুর্নীতিবাজ নেতাকে ধরে নিয়ে যাচ্ছে চীনা পুলিশ

চীনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস করলে সরকার তাদের আইনগত সুরক্ষা দেবে। সম্প্রতি চীন সরকার এমনটাই ঘোষণা করেছে। -খবর বিবিসি

বিবিসি এক সংবাদে জানিয়েছে, দুর্নীতির অভিযোগ করলে মানুষকে অনেক সময় কর্মকর্তাদের প্রতিহিংসার শিকার হতে হয়। সেই কারণেই এই সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া খবরে জানেয়েছে, বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযাগে সেনাবাহিনীর কৌশুলিরা চীনের সাবেক একজন শীর্ষস্থানীয় জেনারেলকে অভিযুক্ত করেছে।

চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের সাবেক ডেপুটি প্রধান শু সাইখোকে কমি‌উনিস্ট পার্টি থেকেও বহিস্কার করা হয়েছে বলে শিনহুয়া জানিয়েছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলছেন, তার দেশে দুর্নীতি এমন গুরুতর আকার ধারন করেছে যে এতে শাসক কমিউনিস্ট পার্টির অস্তিত্বই এখন হুমকির মুখে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।