রাজশাহীতে বিদেশিদের নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৪:১৫ এএম, ০৬ অক্টোবর ২০১৫
ফাইল ছবি

রাজশাহীতে অবস্থানকারী ৭৮ বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার যেসব স্থানে বিদেশি নাগরিকরা অবস্থান করেন সেসব এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরএমপির দেয়া তথ্যানুযায়ী, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫৪ জন বিদেশি নাগরিক বসবাস করেন। এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় রয়েছেন, ভারতীয় আটজন, কোরিয়ান একজন ও সুইজারল্যান্ডের একজন নাগরিকসহ মোট ১০ জন।

নগরীর রাজপাড়া থানা এলাকায় রয়েছেন ভারতীয় পাঁচজন, পাকিস্তানি চারজন, নেপালি ছয়জন, ইউএসএ একজন ও নরওয়ের দুইজনসহ মোট ১৮ জন। নগরীর শাহমুখদুম থানা এলাকায় রয়েছেন, নেপালি ১৫ জন ও মালদ্বীপ চারজনসহ মোট ১৯ জন। আর মতিহার থানা এলাকায় নেপালি নাগরিক রয়েছেন সাতজন।

অপরদিকে, রাজশাহী জেলা পুলিশের দেয়া তথ্য মতে, রাজশাহী জেলায় আরও ২৪ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। তাদের বড় একটি অংশ রয়েছে রাজশাহীর গোদাগাড়ির একটি সার কারখানায়। এখানে ভারতীয়, জাপানি ও চীনের  নাগরিক কাজ করেন। আর তাই জেলার গোদাগাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে বাড়তি নজরদারি করছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার নিসারুল আরিফ।

এসব বিদেশি নাগরিকরা বিভিন্ন কোম্পানি, এনজিও, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থীসহ বিভিন্ন কাজে রাজশাহীতে অবস্থান করছেন। রাজশাহীতে অবস্থানরত বিদেশি নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন, একা একা ও রাতের বেলা চলাচল না করতে অনুরোধ জানানো হয়। এছাড়া তাদের অবস্থান পরিবর্তন করলে পুলিশকে জানাতে বলা হয়।

এদিকে, রাজশাহীতে বিভিন্ন অপরাধ ঠেকাতে মোটরসাইকেল আরোহীদের উপর নজরদারি জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল থামিয়ে আরোহীদের করা হচ্ছে তল্লাশি। এর সঙ্গে বাড়তি নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। ফলে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা এখন নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন জাগো নিউজকে জানান, বিদেশি নাগরিকদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। দুই দিনের মধ্যে রাজশাহী মহানগরীতে অবস্থানকারী বিদেশিদের আপডেট তালিকা তৈরি করা হয়েছে। তাদের নিরাপত্তায় মহানগরীর বিভিন্ন এলাকায় সাদা পোশাকে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আর মহানগরীতে অবস্থানকারী বিদেশিদের সার্বিক নিরাপত্তায় পুলিশের একটি বিশেষ টিম মাঠে কাজ করছে।

এছাড়া নতুন করে হোটেলে বিদেশি নাগরিক কোনো হোটেল ভাড়া নিলে তা তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য আবাসিক হোটেল মালিকদের বলা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, রাজশাহী শহর ও জেলার বিভিন্ন উপজেলায় র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও র‌্যাবের একটি বিশেষ টিম বিদেশিদের নিরাপত্তা দিতে দায়িত্ব পালন করছেন। জেলায় অবস্থানকারী সকল বিদেশি নাগরিককে র‌্যাবের পক্ষ থেকে একটি হটলাইন নম্বর প্রদান করা হয়েছে। কোনো ধরনের সমস্যা হলেই তাদের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

রাজশাহী জেলা পুলিশ সুপার নিসারুল আরিফ জাগো নিউজকে জানান, জেলার ৯টি উপজেলার মধ্যে গোদাগাড়ি উপজেলায় মোট ২৪ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। তাই ওই উপজেলার সংশ্লিষ্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাদের নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়াও রাজশাহী জেলা পুলিশের একটি বিশেষ টিম সাদা পোশাকে ওই উপজেলায় সার্বক্ষণিক নজরদারি করছেন।

প্রসঙ্গত, শনিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে মোটরসাইকেলে করে এসে তিন দুর্বৃত্ত গুলি করে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যা করেন। এর আগে গত সোমবার ঢাকায় কুটনৈতিকপাড়া গুলশানে ইতালিয় নাগরিক তাভেল্লা সিজারও গুলিতে খুন হন। এরপর নড়েচরে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।