স্কুলছাত্রী ধর্ষণের কথা স্বীকার করলো ছাত্রদল ও ছাত্রলীগ নেতা


প্রকাশিত: ০২:২০ পিএম, ০৫ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের দায় স্বীকার করে সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে ছাত্রদল ও ছাত্রলীগের দুই নেতা।

একইদিন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এতে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে সকালে মামলার প্রধান তিন আসামিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ধর্ষকদের বিচার দাবিতে চৌগাছা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শহরে মানববন্ধন করেছে। তবে জেলা ছাত্রলীগ ও ছাত্রদল ধর্ষণের ঘটনায় জড়িতরা তাদের নেতা বা কর্মী নয় বলে দাবি করেছে।

যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) মীর মো. শাফিন মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় আটক তিনজনের মধ্যে সানি ও শিমুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তাদেরকে এদিন বিকেলে যশোর আমলী আদালতে (চৌগাছা) হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এদের জবানবন্দি গ্রহণ করেন।

চৌগাছা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই শরীফ হোসেন জানান, রোববার রাতেই ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। ধর্ষণের ঘটনায় আটক তিনজনকে সোমবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

এদিকে থানার এসআই শরীফ হোসেন দাবি করেন, আটকের সময় তারা গণপিটুনিতে আহত হয়।

এদিকে সোমবার সকালে ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতালের চিকিৎসক রিনা রানী ঘোষ জানান, ধর্ষণের আলামত প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। রক্তক্ষরণ বন্ধে মেয়েটির গোপনাঙ্গে সেলাই দেওয়া হয়েছে।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর কবীর জানান, ৪৮ ঘণ্টা পর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে।

উল্লেখ্য, রোববার বিকেলে চৌগাছা শহরের ডাকবাংলোপাড়ার জনৈক আলামিনের বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী। এসময় তার চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে ও স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আটক তিনজন হলো চৌগাছা পৌর ছাত্রদলের সাত নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাহবুব হাসান উজ্জ্বল, পৌর ছাত্রলীগের নেতা পারভেজ সানি ও ছাত্রলীগ কর্মী শিমুল।

এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চৌগাছা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ জানিয়েছেন, ধর্ষক সানি ও শিমুল ছাত্রলীগের কেউ নয়। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার কঠিন শাস্তি দাবি করেন।

আর জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল হক শিমুল ও চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জানান, উজ্জল বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপ করতে থাকায় দু’ বছর আগে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়। ফলে এ ঘটনায় ছাত্রদলকে জড়ানোর কোনো সুযোগ নেই।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।