শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ১০:১২ এএম, ০৫ অক্টোবর ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে নাসির উদ্দিন (৩৫) নামে এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার সকালে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। নাসির উদ্দিন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে।

বিজিবির মনোহরপুর কোম্পানি কমাণ্ডার সুবেদার শাহজাহান আলী জানান, সকাল ১১টার দিকে রঘুনাথপুর সীমান্তের ৪/৬ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ভারতের নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্যরা নাসির উদ্দীনকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় বিকেল ৫টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।