৩০ ফুট লম্বা নখে গিনেস বুক রেকর্ড
চলতি সপ্তাহে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছেন ভারতের শ্রীধর চিল্লাল। আর এ জন্য তিনি কোনো উচু ভবন থেকে লাফিয়ে পড়েননি অথবা সবচেয়ে বেশি হট ডগও খাননি যার কারণে এ রেকর্ড গড়বেন।
শ্রীধর একেবারে গত ৬২ বছর ধরে এই রেকর্ডের জন্য অপেক্ষা করেছেন। জানিয়েছেন, তিনি ৬২ বছর ধরে তার হাতের আঙ্গুলের নখ কাটেননি। ফলাফল বিশ্বের সবচেয়ে বড় নখের মালিক তিনি। শ্রীধর চিল্লালের নখ ৩০ ফুট লম্বা।
তবে সবচেয়ে মজার বিষয় হলো সর্বশেষ তিনি নখ কেটেছিলেন ১৯৫২ সালে। আর এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। এই সময় প্রতি গ্যালন গ্যাসের দাম ছিলো মাত্র ২০ সেন্ট। সেই তখন থেকে নখ না কাটায় চিল্লালের নখ বেড়ে হয়েছে ৩০ ফুট (৯ মিটার)। আর এরই মাধ্যমে গিনেস বুকে সবচেয়ে লম্বা নখের অধিকারী হয়ে নাম লিখেছেন শ্রীধর।
তবে শ্রীধরের এই লম্বা নখ নিয়ে অনেকের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তারা বলছেন, লম্বা নখ নিয়ে কেমন করে খাবার গ্রহণ ও আইফোন ব্যবহার করেন শ্রীধর।
সূত্র : লাইভসাইন্স
এসআইএস/আরআইপি