সেপ্টেম্বরে সাড়ে ৭৪ কোটি টাকার চোরাচালান দ্রব্য জব্দ


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০২ অক্টোবর ২০১৫

চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে সাড়ে ৭৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
 
তিনি জাগো নিউজকে জানান, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৪ কোটি ৪৩ লক্ষ ৫২ হাজার ৪৭৭ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
আটককৃত মাদকের মধ্যে রয়েছে ২,৮৮,২৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬,৩৫৮ বোতল ফেনসিডিল, ৫৯০ কেজি গাঁজা, ২৪,৯৭৫ বোতল বিদেশি মদ, ৬৬,৮৮৬ পিস বিভিন্ন প্রকারের উত্তেজক ট্যাবলেট, ৮,৬৪৪ টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৬৭,১৮,৮৬০ পিস বিভিন্ন প্রকারের অবৈধ ট্যাবলেট।
 
এছাড়া আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২০,৪৮৪ টি শাড়ি, ৩,১১৯ টি থ্রিপিস/শার্টপিস, ৪৮,৫৫৪ মিটার থান কাপড়, ২,২৯৯ টি তৈরি পোশাক, ২,১৭৩ টি বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ, ২,০৪১ সিএফটি কাঠ এবং ১টি কষ্টি পাথরের মূর্তি।
 
উল্লেখ্য, গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৭টি পিস্তল, ১টি বন্দুক, ৩৮ রাউন্ড গুলি, ৮টি ম্যাগাজিন এবং ৬টি হাত বোমা।
 
গত সেপ্টেম্বর মাসে বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৪০ জন বাংলাদেশি নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এছাড়া সীমান্ত পথে ৩৫৫ মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা হয়েছে।

জেইউ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।