সিরিয়া সংকট : রাশিয়ার বিমান হামলা শুরু
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের ওপর রাশিয়া বিমান হামলা শুরু করেছে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, সিরিয়ার হোমসে কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।
মর্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, রাশিয়া হামলা চালাতে যাচ্ছে তারা আগে থেকেই সে তথ্য পেয়েছেন।
এদিকে, মার্কিন নেতৃত্বাধীন জোট আসাদের পদত্যাগের দাবি করছে। তারা বলছে, আসাদ ক্ষমতা থেকে বিদায় নিলে সিরিয়া সংকট কেটে যাবে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর বিরোধিতা করছে।
এর আগে, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে (আইএস) রাশিয়ার সাহায্য চায় আসাদ। এর পরিপ্রেক্ষিতে আবেদনের পর রাশিয়ান ফেডারেশন কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে ফেডারেশন বিমান হামলার অনুমোদন দেয়। এরপরই সিরিয়ায় হামলা শুরু করলো রাশিয়া।
ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস`সহ আরো বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ায় চার বছর ধরে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে বিতাড়িত করতেই তারা সরকারবিরোধী লড়াই চালিয়ে আসছে।
এর আগে, ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিরিয়ায় আজ (বুধবার) থেকে রুশ হামলা শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
গত চার বছর ধরে চলা গৃহযুদ্ধে সিরিয়ায় এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো এক কোটি দশ লাখ নাগরিক।
এসআইএস/পিআর