শরণার্থী ক্যাম্পে ইন্টারনেট : সাহায্য করবে ফেসবুক


প্রকাশিত: ০১:০২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৫

শরণার্থী ক্যাম্পগুলোতে ইন্টারনেট সেবা দিতে সাহায্য করবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সম্প্রতি তিনি এমনটাই ঘোষণা করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘের একটি ফোরামে জুকারবার্গ বলেন, এটা (ইন্টারনেট সেবা) শরণার্থীদের নানা সাহায্য পাওয়া এবং পরিবারের সাথে যোগাযোগ রাখতে সুবিধা হবে। ইন্টারনেট এমন একটি সেবা জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা রয়েছে পূরণে সহায়তা করবে একই সঙ্গে মানুষকে দারিদ্রমুক্ত করবে।

মার্ক জুকারবার্গ আরো বলেন, ফেসবুক একটি নতুন প্রচারণার অংশ হবে যেটা হবে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া।

`কানেক্টিভিটি ডিক্লেরাশন` নামে ঐ প্রচারণায় বড় বড় তারকারা স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন- রকস্টার বনো, অভিনেত্রী শার্লিজ থেরন। এছাড়া বিল গেটস, রিচার্ড ব্রানসন ও উইকিপিডিয়ার সহ প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস রয়েছেন।

বিশ্বে বর্তমানে তিনশ কোটি মানুষের ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। এই প্রচারণা মূল উদ্দেশ্য, তারা ইন্টারনেট সংযোগ চারশো কোটি মানুষের কাছে নিয়ে যেতে চায়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।