জাবিতে সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

‘বাঁচার জন্য বৃক্ষ চাই, বিপরীতে উপায় নাই’- এ প্রতিপাদ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বুধবার বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে বৃক্ষরোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আমি চাই গাছকে সবাই ভালবাসুক, গাছের পরিচর্যা করুক এবং গাছের সম্প্রসাণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন বজায় থাকুক।’

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, সাংবাদিক সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মওদুদ সুজন, সহ-সভাপতি সানাউল্লাহ মাহী, বাংলানিউজের ওয়ালিউল্লাহ ওলি।

এছাড়াও ডেইলি স্টার প্রতিনিধি নাজমুস সাকিব, বণিক বার্তার প্রতিনিধি মো. দিদারুল হক, মানবকণ্ঠের প্রতিনিধি মো. সাইফ উদ্দিন আবির, মানবজমিন প্রতিনিধি নুর আলম হিমেল, জাগো নিউজের হাফিজুর রহমান, আজকের পত্রিকার আব্দুল্লাহ আল-মামুন নিলয়সহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হাফিজুর রহমান/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।