সোলার বিদ্যুতে চলবে বেক্সিমকো টেক্সটাইল


প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

দেশের বৃহত্তম ব্যবসায়ী গ্রুপ বেক্সিমকো লিমিটেডের টেক্সটাইল বিভাগ সম্পূর্ণরূপে সোলার বিদ্যুতের আওতায় আসছে। ৩৫০ একর জায়গা জুড়ে অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কটিকে সোলার বিদ্যুতের আওতায় আনার মাধ্যমে কোম্পানিটির সবুজায়নের (গো গ্রীন) উদ্যোগটি আরো এক ধাপ অগ্রসর হলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বেক্সিমকো লিমিটেড এবং চায়না অ্যানার্জি ইঞ্জিনিয়ারিং গ্রুপ নর্থওয়েস্ট পাওয়ার কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিইডিসি) ২০ মেগাওয়াট সোলার পিভি প্রকল্প স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি সই করেছে।

বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভেদ হুসেন এবং সিইডিসি’র প্রেসিডেন্ট ফু হংউই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, সিইডিসি বেক্সিমকোকে সোলার প্রকল্পে ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই, কনস্ট্রাকশন, কমিশনিং, অপারেশন, মেইনটেনেন্স, বেক্সিমকোকে প্রশিক্ষণ, হস্তান্তর এবং ওয়ারেন্টি সুবিধা দেবে।

সৈয়দ নাভেদ হুসেন বলেন, এর মাধ্যমে কোম্পানির ‘গো গ্রীন’ উদ্যোগ যেমন গতি পাবে পাশাপাশি বিদ্যুৎ খরচও অনেক কম হবে।

তিনি বলেন, সিইডিসি গ্লোবাল ফরচুনে স্থান পাওয়া ৫০০ কোম্পানির একটি এবং এর রাজস্বের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সিইডিসি এবং সারাদেশে ছড়িয়ে থাকা বেক্সিমকো’র অন্যান্য স্থাপনাগুলোতেও ৫০ বা ১০০ মেগাওয়াটের বৃহৎ সোলার বিদ্যুতের প্রকল্প স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে কোম্পানি দুটি।

এসআই/এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।