ডি মারিয়ার জাদুতে পিএসজির জয়


প্রকাশিত: ০২:১৪ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে খেলতে না পারা ডি মারিয়া এবার ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে মাঠ নামলেন পুরনো রূপে।  অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে পিএসজিকে ২-০ গোলের জয় এনে দিলেন আর্জেন্টাইন এই তারকা।

নিজেদের মাঠে খেলা শুরু হওয়ার চার মিনিটেই ডি মারিয়া ম্যাজিক। মার্কো ভেরাত্তির বাড়ানো বলে বিদ্যুৎ গতিতে ডি-বক্সে ঢুকে অসাধারণ ফিনিশিং। এক কথায় চোখ ধাঁধানো গোল।

এডিনসন কাভানির গোলে লিড দ্বিগুন করে স্বাগতিকরা। ৬১ মিনিটে ইব্রার অ্যাসিস্টে হেডে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার। ব্যবধানটা আরো বাড়তে পারত। কিন্তু, বেশ কয়েকটি সংঘবদ্ধ  আক্রমণ করেও সফলতার মুখ দেখেনি লঁরা ব্লাঁর শিষ্যরা।

তবে জ্লাতান ইব্রাহিমোভিচের জন্য ম্যাচটি খানিকটা আবেগের। কারণটি আর কিছুই না। শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নেমে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন সুইডিশ তারকা!

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।