চাপে ভারত ‘এ’ দল


প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

মাত্র ৪ ওভার ৩ বলেই ৪৪ রান তুলে নিয়েছিল ভারত ‘এ’ দল। কিন্তু এরপর খেলার নিয়ন্ত্রণ নেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও সফিউল ইসলাম। এবার বাংলাদেশের হয়ে আঘাত হানলেন নাসির হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ২০ ওভারে চার উইকেট হারিয়ে ৯৮ রান।

১৭তম ওভারের প্রথম বলে ভারতের দলীয় ৭৫ রানে কেদার যাদবকে রানআউট করেন নাসির হোসেন। এর আগের ওভারেই নাসির তুলে নেন ভারত ‘এ’ দলের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান সুরেস রায়নাকে। এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই ব্যাটসম্যানকে ফেরান এই অলরাউন্ডার।
 
সফিউলের করা অষ্টম ওভারের পঞ্চম বলে মানিশ পান্ডে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দিলে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ ‘এ’ দল। পঞ্চম ওভারের শেষ বলে ভারত ‘এ’ দলের অধিনায়ক উম্মুখ চান্দকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে পরিণত করে দিনের প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ।

এর আগে বুধবার বেঙ্গালোরের চিন্নাস্বোয়ামি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের দুই ওপেনার উম্মুখ চান্দ এবং মায়াঙ্ক আগারওয়ালের তোপে পরে বাংলাদেশ।

আরটি/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।