আইন্দহোভেনের বিপক্ষে হারলো ম্যানইউ
চ্যাম্পিয়ন্স লিগে ফেরার শুরুটা ভালো করতে পারল না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। নেদারল্যান্ড লিগের চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে অধিনায়ক ওয়েন রুনিকে ছাড়া খেলতে নেমে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরে যায় রেড ডেভিলরা।
মঙ্গলবার রাতে আইন্দহোভেনের মাঠ ফিলিপস এস্তাদিওনে শুরুতে দুই দল অগোছানো খেলা খেললেও ম্যাচ গড়ানোর সঙ্গে খেলা আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৪১ মিনিটে ব্লিন্ডের পাস থেকে পাওয়া বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে জালে জড়ান মেমফিস ডিপাই।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে স্বাগতিক দলটি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে বল জালে জড়ান হেক্টর মেরিনো। তবে বল জালে জড়ানোর আগে ইউনাইটেডের ব্লিন্ডের মাথায় লেগে দিক বদলে যায়।
৫৭ মিনিটে ম্যাক্সিম লেসটেইনের অসাধারণ পাস থেকে দারুণ হেডে স্বাগতিকদের উল্লাসে ভাসান লুসিয়ানো নারসিং। এরপর দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি কোন দল। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসভি আইন্দহোভেন।
আরটি/এআরএস/এমএস