রাবিতে চীনা ভাষার কোর্স চালু হচ্ছে


প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চীনা ভাষা শিক্ষা কোর্স চালু হচ্ছে। এ নিয়ে চীনের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ও সহযোগী অধ্যাপক মা ইয়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার উপাচার্যের সম্মেলন কক্ষে এই আলোচনা সভায় সবাই সহমত হয় যে, আগামী অক্টোবর মাস থেকে ৬ মাস মেয়াদী এই কোর্স চালু হবে। প্রথম পর্যায়ে সেখানে ৮০জন শিক্ষার্থী নেয়া হবে। এজন্য দুইজন চীনা শিক্ষক আসবেন। পরবর্তীতে উচ্চতর কোর্স ও অধিক সংখ্যক শিক্ষার্থীকে পাঠ দান করা যাবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, ভাষা বিভাগের সভাপতি ড. বিপুল কুমার বিশ্বাস ও বিভাগের শিক্ষকবৃন্দ, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল মতিন তালুকদার, বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি মো. দেলওয়ার হোসেনসহ চীনা ভাষার শিক্ষকবৃন্দ।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।