ধানমন্ডি এলাকায় যান চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ১০:০৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভে সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা উত্তাল হয়ে উঠলেও দুপরে যান চলাচল ও সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটেছে। শনিবার সকালে টিউশন ফি’য়ের উপর ভ্যাট আরোপের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
 
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আজম জানান, সকাল ১০টায় ২৭ নম্বরে ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করে। পরে দুপুরে শিক্ষার্থীরা বড় মিছিল বের করে। এসময় যান চলাচল বিঘ্নিত হয়। বিকেল ৩টার দিকে শিক্ষার্থীরা  ধানমন্ডি এলাকা ত্যাগ করলে সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের শিক্ষার্থী আল আমিন জানান, তারা আগামী তিনদিন সব ধরনের ক্লাস বর্জন করবেন। এর মধ্যেও ভ্যাট প্রত্যাহার না করা হলে ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
 
জেইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।