ঈদের আগে ও পরে ৩ দিন ভারি যান চলাচল বন্ধ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দেশের সকল মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগের ও পরের ৩দিন মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে এ সময় পচনশীল পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে।
শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ফোর লেনের শহীদনগর ও জিংলাতলী সেতু দুটির উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মহাসড়কে যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টসগুলোকে এক সঙ্গে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দেয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়া মহাসড়কে যাত্রীদের নিরাপত্তার জন্য মহাসড়ক থেকে সকল বিলবোর্ড সরিয়ে নেয়ার জন্য এরই মধ্যে নির্দেশ দেয়া হয়েছে।
ফোর লেন প্রকল্প বিষয়ে মন্ত্রী বলেন, দ্রুত গতিতে এ প্রকল্পের কাজ চলছে। কাজ পুরোপুরি শেষ হলে এ মহাসড়কে দুর্ঘটনা আরো কমে আসবে।
এ সময় ফোর লেন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী আবদুস সবুরসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কামাল উদ্দিন/এসএস/এমএস