মামলার তথ্য জানাবে মোবাইল অ্যাপ


প্রকাশিত: ০৬:৪২ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

মোবাইলের মাধ্যমে জনগণকে মামলার সকল তথ্য জানানোর লক্ষ্যে নতুন অ্যাপসের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।

শনিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার বিভাগীয় সেমিনারে যোগ দিয়ে প্রধান বিচারপতি এই মোবাইল অ্যাপসের উদ্বোধন করেন।

অ্যাপসের মাধ্যমে এখন থেকে ঢাকার তিনটি আদালতের দৈনন্দিন কার্যতালিকা ও মামলা নিষ্পত্তির তথ্য জানা যাবে।

আদালতগুলো হচ্ছে- ঢাকা জেলা ও দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত।

এফএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।