সমাজকল্যাণমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি


প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও কথা বলতে পারেছেন না তিনি। এখনো সিঙ্গাপুরের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

বুধবার বিকেলে মন্ত্রীর ছোট মেয়ে সাবরিনা শারমিনের বরাত দিয়ে জাগো নিউজকে এ তথ্য জানান মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান। বর্তমানে সাবরিনা শারমিন তার বাবার সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন।

প্রধান বলেন, আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে কথা বলতে পারছেন না। সব কিছু বুঝতে পারছেন।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জে সরকারি সফর শেষে ফিরে ৩ সেপ্টেম্বর ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৈয়দ মহসিন আলী। পরে রাজধানীর বারডেম হাসপাতালের রাখা হয় তাকে। এরপর অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেয়া হয় এই মন্ত্রীকে।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।