পিরোজপুরের সেরা স্বর্ণ কিশোরী বিজয়িনী


প্রকাশিত: ০১:৩০ পিএম, ৩১ আগস্ট ২০১৫

কিশোরী স্বাস্থ্য তথ্য সরবারহ ও নিরাপদ মাতৃত্ব অর্জনের লক্ষ্যে চ্যানেল আই এর বিশেষ সচেতনতামূলক প্রকল্প ‘স্বর্ণ কিশোরী’ দেশব্যাপি নির্বাচন করছে। আর এরই ধারাবাহিকতায় জেলাভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর জেলা সরকারি বালিকা বিদ্যালয়ে সোমবার এ অনুষ্ঠানের সেরা কিশোরী হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বিজয়িনী হালদার।

pirojpur অনুষ্ঠানে নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই এর ডিজিএম (অনুষ্ঠান) ফারজানা ব্রাউনিয়া, জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, সিভিল সার্জন ডা. ফকরুল আলম ও নেটওয়ার্ক ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৮ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে শুরু হয় স্বর্ণ কিশোরী নির্বাচনের কার্যক্রম। লিখিত পরীক্ষা শেষে নির্বাচিতদের মধ্য থেকে উপস্থিত বক্তৃতার মাধ্যমে পিরোজপুর জেলার একজন স্বর্ণ কিশোরী নির্বাচন করা হয়। কার্যক্রমে বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

হাসান মামুন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।