গবেষণার জন্য ১৫ কোটি টাকা পাবে বিআইডিএস


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২০ আগস্ট ২০১৫

২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানকে (বিআইডিএস) অতিরিক্ত ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেবে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর ৯৭ তম বোর্ড অব ট্রাস্টিজ বৈঠকে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এ তথ্য জানান।

বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, এর আগের অর্থবছরগুলোতে এ খাতে বিআইডিএসকে গড়ে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো। এবছর তা বাড়িয়ে ১৫ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হলো। বিআইডিএস এ অর্থ দিয়ে ৩০টি গবেষণা  সমীক্ষা পরিচালনা করবে।

তিনি বলেন, সরকার গবেষণা ব্যয়কে ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখে থাকে। তবে আমাদের অর্থনৈতিক চাহিদার সাথে মিল রেখে গবেষণার বিষয়বস্তু ঠিক করতে হবে। গবেষণার মাধ্যমে আমাদের সক্ষমতার ক্ষেত্রগুলো কোথায় তা জানতে হবে।

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বছরে ৮৮ ট্রিলিয়ন ডলার বাণিজ্য হয়, অথচ আমরা এর বিস্তারিত জানিনা। তাহলে আমরা কিভাবে বুঝবো আমাদের সক্ষমতা কোথায়।

পরিকল্পনামন্ত্রী বলেন, অন্যান্য গবেষণা যাই হোক, পর্যটন খাতে কার্যকর গবেষণায় আমরা একেবারেই পিছিয়ে আছি। এ বিষয়ে বিইডিএস নিজস্বভাবে গবেষণা করা উচিত। একইসাথে সরকারের রাজস্ব আয় কোন কোন ক্ষেত্রে আরো বাড়ানো যায় বিআইডিএসের উচিত সে সম্পর্কে বিস্তারিত গবেষণা করা।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন,বিআইডিএসকে গবেষণা ক্ষেত্র ঠিক করে এর জন্য প্রয়োজনীয় ব্যয় নির্ধারণ করে প্রকল্প প্রস্তাব নিয়ে আসা উচিত। তাহলে গবেষণা কার্যক্রম আরো নিরবিচ্ছিন্ন হবে।  

বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর রেহমান সোবহান গবেষণা বরাদ্দ বাড়ানোকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন,‘ এর মধ্য দিয়ে বিআইডিএসকে গবেষণা ক্ষেত্রে সেন্টার অব অ্যাক্সসিলেন্স হিসেবে তৈরি করার প্রক্রিয়া শুরু হলো।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেন,‘ বিআইডিএসকে এভাবে এগিয়ে নিয়ে আসার প্রক্রিয়ায় প্রকৃত অর্থে আপামর জনসাধারণ উপকৃত হওয়ার সুযোগ পেলো’।

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. ফরাসউদ্দিন এ সময় বলেন,‘ গবেষণা ব্যয় বাড়ানোর ফলে আশা করছি বিআইডিএস এখন আরো গুনগত গবেষণা সম্পন্ন করতে পারবে’।

অপরদিকে, এ বছরের নভেম্বর থেকে ডেভেলপমেন্ট স্টাডিস ও ফাইন্যানসিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে বিআইডিএস ১ বছর মেয়াদী মাস্টার্স কোর্স চালু করতে যাচ্ছে বলেও আজকের সভায় জানানো হয়।

কোর্স দুটো চালুকরণ বিষয়ে বিআইডিএসের সহ-পরিচালক ড. খান আহমেদ সঈাদ মুরশিদ জানান,‘ মাস্টার্স কোর্সের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে পরিকল্পনা বিভাগে ইতোমধ্যে নথি পাঠানো হয়েছে যা খুব শিগগিরই অনুমোদিত হবে। এর ফলে নভেম্বর থেকেই প্রতিটি বিষয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে মাস্টার্স কোর্স প্রথম শুরু হবে’।

সভায় পরিকল্পনা বিভাগের সচিব শফিকুল আজম, শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বিআইডিএসের গবেষণা পরিচালক ড.রুশিদান ইসলাম রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এসআই/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।