বঙ্গবন্ধুকে হত্যার পর কেউ এগিয়ে আসেনি


প্রকাশিত: ১১:৩৬ এএম, ২০ আগস্ট ২০১৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরের পাশে বসে রাত জেগে এবাদত বন্দেগি করে কাটালেন কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তিনি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের জন্য দোয়া করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর কেউই প্রতিবাদ করেননি। আমিই প্রথম ১৯ আগস্ট এ জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে আমার জীবন তছনছ হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা বিনষ্ট হয়েছে। মানুষের মর্যাদা, শক্তি ও সাহস সবকিছু বিনষ্ট হয়েছে। বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে দেশ অনেক এগিয়ে যেতো।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও মোনাজাত করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় তার সহধর্মিণী নাসরীন সিদ্দিকী, ছেলে দীপ সিদ্দিকী, দুই মেয়ে কুড়ি সিদ্দিকী ও কুশি সিদ্দিকী, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুবনেতা হাবিবুর নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপসহ যুব ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএম হুমায়ূন কবীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।