পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২০ আগস্ট ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকের লেনদেনের পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯০ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি। বুধবার লেনদেন হয়েছিল ৫৫০ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার  ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৮৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫১৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে মোট ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকা।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।