দল পুনর্গঠনে সরকার বাধা সৃষ্টি করছে : নজরুল ইসলাম খান


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৯ আগস্ট ২০১৫

মিথ্যা মামলা ও গ্রেফতার করে দল পুনর্গঠনে সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার দুপুরে স্বেচ্ছাসেবকদলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির কাউন্সিল সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, দল গঠনের কাজ চলছে। সারাদেশের জেলা উপজেলাগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি সে সময়ের মধ্যে কমিটি গঠন করা সম্ভব হবে। কিন্তু ক্ষমতাসীনরা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে বাধা সৃষ্টি করছেন তা থেকে ফিরে আসবেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মিথ্যা মামলায় গ্রেফতার করে আন্দােলন দমন করা যায় না। একথা বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভাল জানে। মামলা দিয়ে যেমন অা. লীগের বিজয় ঠেকানো যায়নি তেমনি বিএনপির বিজয় ঠেকানো যাবে না।

তিনি বলেন, গণতন্ত্র আজ অবরুদ্ধ। দেশে কোন নির্বাচিত সরকার নেই। এ কারণে ক্ষমতাসীনরা জোরপূর্বক ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের অধীন নির্বাচনের দাবি জানান তিনি।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে পুষ্পস্তবক অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।