চাঁদা না দেওয়ায় যুবলীগের হামলা


প্রকাশিত: ০৮:২৫ এএম, ১৬ আগস্ট ২০১৫

চাঁদপুরের কচুয়ায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর উপলক্ষ্যে চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রতিবাদকারী স্কুলের ছাত্র-শিক্ষকদের উপর হামলা চালিয়েছে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। হামলায় ৪০ শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে শনিবার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় যুবলীগ নেতারা চাঁদা দাবি করে না পেয়ে স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দে ও ফজলুল হককে লাঞ্চিত করেন। এর প্রতিবাদে রোববার স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করলে ওই যুবলীগ নেতা ফারুক, লিটন, মনিরসহ কয়েকজন বেপরোয়া ছাত্র ও শিক্ষকদের উপর হামলা চালান। এতে ৪০ জন ছাত্র-শিক্ষক আহত হন। গুরুতর আহত ১৯ জনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কচুয়া যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন জানান, যুবলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ড. মহীউদ্দীন খান আলমগীরের মানহানি করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

ইকরাম চৌধুরী/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।