বাবার সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১১ আগস্ট ২০১৫

হবিগঞ্জের মাধবপুরে বাবার সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বাকপ্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছেন। নিহত রহিমা আক্তার (২১) উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর গ্রামের আলাই মিয়ার মেয়ে। মঙ্গলবার দুপুরে আখাউড়া-সিলেট রেলরুটের হরষপুর রেল স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে বাকপ্রতিবন্ধী রহিমা আক্তারকে তার বাবা মারধর করেন। এতে তিনি অভিমান করে দুপুরে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা একপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। প্রায় দুই বছর আগে রহিমাকে পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের মাজহারুল ইসলামের সঙ্গে রহিমা বিয়ে হয়েছিলে।

বিয়ের দেড় বছর পর রহিমাকে তার স্বামী মাজহারুল ইসলাম তাড়িয়ে দেয়। এরপর থেকেই রহিমা বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।