নওগাঁয় ডায়রিয়ার আক্রান্ত ৪০


প্রকাশিত: ১২:২৮ পিএম, ১১ আগস্ট ২০১৫

নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের সিংপাড়া ও তেতুলিয়া হিন্দুপাড়া গ্রামে হঠাৎ ডায়রিয়ায় শিশু ও বৃদ্ধসহ প্রায় ৪০ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৪ জনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত থেকে সিংপাড়া ও তেতুলিয়া হিন্দুপাড়া গ্রামের লোকজন ডায়রিয়া রোগে আক্রান্ত হতে থাকে। আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি ও তাদের অবস্থার অবনতি দেখা দিলে সকালে স্থানীয় লোকজন দ্রুত তাদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সাপাহার হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধসহ ১৪ জন ভর্তি রয়েছেন।

ভর্তিকৃতরা হলেন, তাপশী রাণী (৫), পপি রাণী (২২), পবিত্র কুমার (১৫), সুন্দর কুমার (২০), মো. ঈমাম (৯), আমান্তা ইসলাম (৮), তুলো রাণী (৫০) ও গীতা রাণীসহ (১১) ১৪ জন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিভাষ চন্দ্র মানি জানান, সিংপাড়া ও তেতুলিয়া হিন্দুপাড়া গ্রামের শিশুসহ ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ১৪জন হাসপাতালে ভর্তি আছেন।

তিনি আরো জানান, ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে স্বাস্থ্য বিভাগের একটি টিম নিরলসভাবে কাজ করছে। খোলা কূপের দুষিত পানি পান করার ফলে এ রোগের প্রদুর্ভাব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।