গুগলের নতুন প্রধান ভারতের সুন্দর পিচাই


প্রকাশিত: ০৭:২৭ এএম, ১১ আগস্ট ২০১৫

ইন্টারনেটে সার্চ ইঞ্জিন গুগলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন নতুন এই প্রধানের নাম ঘোষণা করেন। এর আগে সুন্দর পিচাই ইন্টারনেট জায়ান্ট গুগলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন।

সোমবার আলফাবেট নামে গুগলের নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান আনার কথা জানান ল্যারি পেজ। সার্চ ইঞ্জিন, অ্যাপস, ইউটিউব ও অ্যানড্রয়েডের জন্য বিখ্যাত গুগলের ব্যবসা এবং গবেষণা সংক্রান্ত বিভিন্ন কাজ করবে নতুন এই প্রতিষ্ঠানটি। অ্যালফাবেট ইংকের প্রধান হচ্ছেন গুগলের বর্তমান সিইও ল্যারি পেজ। আর এর প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন।

ভারতের চেন্নাইয়ে ১৯৭২ সালে জন্ম সুন্দর পিচাইয়ের। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি খড়কপুর থেকে প্রযুক্তি বিষয়ে স্নাতক শেষ করেন সুন্দর পিচাই। এরপর যুক্তরাষ্ট্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএস (মাস্টার্স অব সায়েন্স) ও ইউনিভার্সিটি অব পেনিসিলভানিয়ার হোয়ার্টন স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

চেন্নাইয়ে জন্ম নেয়া সুন্দর পিচাইয়ের কাজের প্রশংসা করেছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। তিনি বলেন, সুন্দরের সঙ্গে কাজ করাটাকে আমি অনেক উপভোগ করেছি।

সুন্দর পিচাই ছাড়াও ভারতে জন্ম নেয়া অনেকেই বর্তমানে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। ২০০৪ সালে পিচাই গুগলে যোগ দেন। হায়দারাবাদের সত্য নাদেলা ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও`র দায়িত্ব পান এবং একই এলাকার শান্তনু নারাইন অ্যাডোবির প্রধানের দায়িত্ব পালন করেন।

এসঅাইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।