শাহজালালে ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ২
হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকার সমমানের বিদেশি মুদ্রাসহ দুইজনকে আটক করেছে কাস্টমস প্রিভেনটিভ দল। রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন লিটন শেখ ও আঞ্জুমান আরা। তাদের বিমানবন্দরের বোয়িং হাউজের এক নম্বর গেট এলাকা থেকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মুদ্রাগুলো হচ্ছে ২৪ হাজার জিবিপি, ৫ হাজার ৭শ` ইউরো, চার হাজার ৭৮০ সিঙ্গাপুরি ডলার, ১১ হাজার দিরহাম এবং একশ` ৫০ দিনার।
কাস্টমস হাউজের সহকারী কমিনার শহিদুজ্জামান সরকার জাগো নিউজকে বলেন, আটক দুজন বিজি-০৮৬ ফ্লাইটের একটি বিমানযোগে মালেয়শিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
বিমানে ওঠার আগে তাদের লাগেজ দেখে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্মকর্তারা। পরে ওই দুই যাত্রীর লাগেজ থেকে বিভিন্ন দেশের প্রায় ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
আটককদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
জেইউ/বিএ