রাজ্জাক-সোহাগদের সংগ্রহ ১৩৫

নেপালের ভূমিকম্প ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় আয়োজিত চ্যারিটি ম্যাচে টস জতে ব্যাট করতে নেমে ১৩৫ রান সংগ্রহ করেছে বিশ্ব একাদশ। এ ম্যাচে বিশ্ব একাদশের পক্ষে বাংলাদেশের হয়ে খেলছেন তিনজন ক্রিকেটার। তারা হলেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী।
মালোয়শিয়ার কিনারার ওভালে শ্রীলঙ্কান কিংবদন্তি সনথ জয়সুরিয়ার নেতৃত্বে বিশ্ব একাদশ আগে ব্যাটিং করে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অস্ট্রেলিয়ার তরুণ মার্কাস স্টোইনিস। রাজ্জাক দুটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত ছিলেন।
ছয় নম্বরে নেমে বুলবুল ২ রান করেন। আর গাজী ৩ রান করেন। ব্যাটিং উদ্বোধনে এসে জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ৬ রান। বিশ্ব একাদশের দলটি মূলত গঠন করা হয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে। এই দলে আরো রয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ ও অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও’কিফ।
এমআর