খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী জেলহাজতে
নাশকতার আটটি মামলায় খুলনা মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম তারিকসহ ৩১ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তবে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনির বিরুদ্ধেও নাশকতার মামলা থাকলেও তারা আত্মসমর্পণ করেনি।
রোববার দুপুর সাড়ে ১২টায় মহানগর দায়রা জজ আদালতে নেতাকর্মীরা আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মো. সাইদুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, দৌলতপুর থানার আটটি মামলায় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, যুগ্ম-সম্পাদক মুর্শিদ কামাল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান তোতন, যুবদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সোহেল মোল্লাসহ ৩১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি নেতাদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সরদার ইউনুস, গাজী আব্দুল বারি, গোলাম মওলা ও এস আর ফারুকসহ প্রায় অর্ধশত আইনজীবী।
প্রসঙ্গত, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নগরীর দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে আটটি মামলা দায়ের করে। আর এসব মামলায় আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে আদালত জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন।
আলমগীর হান্নান/এআরএ/এমএস