পূর্ণ মধ্যম আয়ের দেশে উন্নীত করার চেষ্টা চলছে


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৮ আগস্ট ২০১৫

মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, এখন পূর্ণ মধ্যম আয়ে উন্নীত করার চেষ্টা চলছে। শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল সর্ম্পকিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শামসুরন্নাহার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন, মতলব দক্ষিণ উপজেলার চেয়ারম্যান প্রফেসর সিরাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলার চেয়ারম্যান মঞ্জুর হোসেন, হাজীগঞ্জ উপজেলার চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, কচুয়া উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা সমাজের সর্বস্তরে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, শুদ্ধাচার প্রতিষ্ঠায় ধীরে চলা নীতি কোনোভাবেই কাম্য নয়। জাতির সব স্তরে যদি শুদ্ধাচার প্রতিষ্ঠা না করা যায় তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়া আদৌ সম্ভব হবে না।

ইকরাম চৌধুরী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।