মুফতি ইজাহারকে জিজ্ঞাসাবাদে ১০ সদস্যের টিম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের কথিত প্রতিষ্ঠাতা ও হেফাজতের ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে সিএমপি কমিশনার মোহা. আব্দুল জলিল মণ্ডল এ কমিটি গঠন করেন। নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (বন্দর) এবিএম ফয়জুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইজাহারকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাইবাছাই করা হচ্ছে। নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে কমিটির প্রধান করা হয়েছে। টিমের অন্যান্য সদস্যরা হলেন, উপ কমিশনার (বিশেষ শাখা) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) এস এম তানভির আরাফাত, সহকারি কমিশনার (ডিবি-বন্দর) এবিএম ফয়জুল ইসলাম, সহকারি কমিশনার (ডিবি-উত্তর) মো.কামরুজ্জামান এবং নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহিদুল ইসলাম, আব্দুর রউফ ও আতিক আহমেদ চৌধুরী এবং উপ-পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।
এর আগে শুক্রবার দুপুরে নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা থেকে হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি খুনসহ পৃথক তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। প্রায় দুই বছর ধরে তিনি পলাতক ছিলেন।
তবে মুক্তমনা ব্লগারদের খুনে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার বাংলাদেশের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে।
এএইচ/এমএস