প্রাণ ফ্রুটো ভিকারুননিসা উৎসবে বিজ্ঞান ভিত্তিক বক্তৃতা


প্রকাশিত: ১০:২২ এএম, ০৭ আগস্ট ২০১৫

‘প্রাণ ফ্রুটো ভিকারুননিসা নূন অষ্টাদশ বিজ্ঞান উৎসব’ উপলক্ষে শুক্রবার সারাদিন থাকছে বিজ্ঞানের উপর উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতা ও বিজ্ঞান ভিত্তিক প্রজেক্ট প্রদর্শনী। এ উপলক্ষে সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে কক্ষে শুরু হয়েছে বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারো গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী অষ্টাদশ বিজ্ঞান উৎসব। শুক্রবার সকাল থেকে শুরু হয় টাইম মেশিন, আইসিটি, কম্পিউটার, থ্রি-জিসহ বিভিন্ন বিজ্ঞান বিষয়ে নিজস্ব উপস্থাপন। এছাড়াও বিভিন্ন রোগ ও রোগ মুক্তির উপর বিজ্ঞান ভিত্তিক আলোচনা। দুপুর ১২টা পর্যন্ত ইংরেজিতে উপস্থিত বক্তৃতা শেষে আবারো শুরু হয় বাংলায় উপস্থিত বক্তৃতা।

এবার ঢাকার আরো ৫০টি স্কুল এবারের প্রতিযোগীয়তায় অংশ নিয়েছে। প্রতিযোগীতায় ঢাকার স্কুল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মহাবিশ্বের অজানা রহস্য উদ্ঘাটন ও বিজ্ঞানের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে প্রাণ ফ্রুটোর সহযোগীতায় প্রতিবারের মতো এবারো এই মেলার আয়োজন করেছে ভিকারুননিসা নূন সায়েন্স ক্লাব।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।