ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ আর্জেন্টিনা


প্রকাশিত: ০২:২২ এএম, ০৭ আগস্ট ২০১৫

ব্রাজিল বিশ্বকাপের পর কোপাতেও সেরা পারফরমেন্স ধরে রাখায় ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষ স্থানটি দখল করে রেখেছে আর্জেন্টিনা। অন্যদিকে আগের চেয়ে এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার ফিফা ঘোষিত নতুন র‌্যাংকিংয়ে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ বিশ্বকাপে রানার্সআপ আর্জেন্টিনা ১৪২৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে। মেসি বাহিনীর আগের রেটিং ছিল ১৪৭৩ পয়েন্ট।

তবে ব্রাজিলের উন্নতি হলেও এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তাদের টপকে দুইয়ে উঠে এসেছে ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম। ১২৪৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। আর বেলজিয়ানদের জায়গা করে দিতে তিন নম্বরে নামা জোয়াকিম লোর দলের সংগ্রহ ১২২৬ পয়েন্ট। এদিকে, রিয়াল তারকা জেমস রদ্রিগেজের কলম্বিয়া ১২১৮ রেটিং নিয়ে চতুর্থ অবস্থানেই রয়েছে।

কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষেও পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের অর্জন ১১৮৬ রেটিং। নেইমার বাহিনীর পরেই রয়েছে ১১৭৭ রেটিংপ্রাপ্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

 আর্জেন্টিনাকে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন হওয়া অ্যালেক্সিস সানচেজ ও ভিদাল আর ভারগাসদের চিলি সর্বশেষ র‌্যাংকিংয়ে উঠে এসেছে শীর্ষ দশে। এক ধাপ এগিয়ে তাদের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ১১২৪।

ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ অবনতি হয়েছে। ১৭০তম অবস্থানে থাকা লাল সবুজের প্রতিনিধিদের রেটিং পয়েন্ট হচ্ছে ১০২। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। ১৩৪তম অবস্থানে রয়েছে আফগানরা।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।