নাচতে গিয়ে চোট পেলেন পুনম পান্ডে
আলোচনা আর সমালোচনায় সব সময়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ভারতীয় মডেল ও অভিনেত্রি পুনম পান্ডে। তবে এবার আলোচনা বা সমালোচনা নয়, দুর্ঘটনার জন্ম দিয়ে খবরের শিরোনাম হলেন পুনম।
জানা যায় সুরেশ নাকুমের প্রযোজনায় হেলেন ছবিতে অভিনয় করছেন পুনম পান্ডে। ছবিটিতে বেলী ড্যান্সের একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পান পুনম। যার কারণে প্রায় একমাসের জন্যে শুটিং মুলতবি করেছে পুরো শুটিং ইউনিট। তবে প্রযোজক জানান, পুনম এখন মোটামুটি সুস্থ আছেন তবে নাচের জন্যে এখনো পুরোপুরি তৈরি নন।
উল্লেখ্য, ভারতীয় নৃত্যশিল্পী হেলেনের জীবনকাহিনি নিয়ে নির্মিত এ ছবিটি পুনমের বলিউড ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রযোজক।
আরএএইচ/এইচএন/এমআরআই