কচুয়ায় ৬২ হাজার গাছের চারা রোপণ হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ০৩ আগস্ট ২০১৫

চাঁদপুরের কচুয়া উপজেলায় একদিনে ৬২ হাজার গাছের চারা রোপণের এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছে কচুয়া উপজেলা পরিষদ। আগামী ১৩ আগস্ট উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের আঙিনা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার দু`পাশসহ বিভিন্ন স্থানে ৬২ হাজার গাছের চারা রোপণ করা হবে।

৩ আগস্ট বিকেল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের কথা জানান কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। এসময় কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান সালমা শহীদ উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শাহজাহান শিশির আরো বলেন, বিগত বছরে ২০ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যেভাবে গাছ নিধন করা হয়েছে, তা কাটিয়ে উঠা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা পরিষদের তহবিল ও ব্যক্তিগত তহবিলের মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এজন্য প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ্ মো. মাকছুদুল আলম, সহসভাপতি বিএম হান্নান প্রমুখ।

বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী ও সাধারণ সম্পাদক জি এম শাহীন, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাপ্তাহিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

ইকরাম চৌধুরী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।