আ.লীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২৭ পিএম, ৩০ জুলাই ২০১৫

কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাকসাম উপজেলার চন্দনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার রাত ২টার দিকে হত্যাকাণ্ডের শিকার ইয়াকুব আলীর মেয়ে কোহিনূর আক্তার বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন, কেয়ারী গ্রামের ওমর ফারুক, আবু নাছের ওরফে দুলা, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ বাবু ও ওয়াসিম।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।