রাবিতে ভর্তির আবেদন ১ অক্টোবর থেকে


প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৮ জুলাই ২০১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় একাডেমিক শাখার উপ-রেজিস্টার এ এইচ এম আসলাম হোসেন  জানান, আগামী ১ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

এদিকে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে গতবারের থেকে এবার তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেয়া হচ্ছে না। তাই গতবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকরীরা এবারো ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানা যায়।

উল্লেখ্য, আবেদনসহ ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।