নারায়ণগঞ্জ মহিলা কলেজে জলাবদ্ধতা : ছাত্রীদের ভোগান্তি
নারায়ণগঞ্জে টানা বৃষ্টিতে রাস্তাগুলোতে যেমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তেমনি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনেও জলাবদ্ধতা। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে শহর ও আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা কমতে শুরু করলেও মহিলা কলেজ গেটের জলবদ্ধা নিরসনে নেই কোনে কার্যকরী পদক্ষেপ। ময়লা ও নোংরা পানি মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদের। ফলে শিক্ষার্থীদের পায়ে পানিবাহিত রোগ হওয়ার আশঙ্কা করছেন অনেক শিক্ষাথী।
মঙ্গলবার সরেজমিনে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে দেখা গেছে এ দৃশ্য। ড্রেনের পানি ও বৃষ্টির পানি মিলে কালো রং হয়ে গেছে। এছাড়াও পানিতে বিভিন্ন পোকা মাকড়ও দেখা গেছে। আর এসব পানির মধ্যে শিক্ষার্থীরা কলেজে যাওয়া আসা করছে।
জানা গেছে, গত ১৭ জুলাই পবিত্র ঈদুল ফিতরের আগের দিন থেকে শুরু হয় বৃষ্টি। তবে ওইদিন থেকে কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি তেমন একটা চোখে পড়েনি। তবে ঈদের ছুটি শেষে পুনরায় কলেজে শুরু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়ে যায়। টানা কয়েকদিনের বৃষ্টিতে দুর্ভোগের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরা।
তাদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই ড্রেনের পানি ও বৃষ্টির পানি মিলে কলেজের সামনে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুর্গন্ধযুক্ত ময়লা নোংরা পানিতে চলাচল করে বিভিন্ন পানিবাহিত রোগ হয়ে থাকে। পানি থাকার পরও কলেজে ক্লাস করতে বাধ্য হয়েই ময়লা পানিতে চলাচল করতে হয় শিক্ষার্থীদের।
কলেজ গেটে জলাবদ্ধতার কারণ হিসেবে কলেজছাত্রী নীলা আক্তার জাগো নিউজকে বলেন, কলেজে প্রবেশ করতেই পানি ভেঙে যেতে হয়। বেশ কিছুদিন ধরে কলেজের মূল ফটকের সামনে জলাবব্ধতা সৃষ্টি হলে কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে। আর বাধ্য হয়ে পানি ভেঙে কলেজে আসা যাওয়া করতে হচ্ছে।
কলেজের অধ্যক্ষ মো. আব্দুল ওহাব চৌধুরী মুঠোফোনে জাগো নিউজকে বলেন, জলাবদ্ধতা সম্পর্কে ঈদের ছুটির আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে জানানো হয়েছে। তিনি ওইদিন সঙ্গে সঙ্গে দুইজনকে পাঠিয়েছিলেন। তবে পানি নিষ্কাশনের তিনটি ড্রেনের কাজ চলছে বিধায় ড্রেনের মুখ গুলো বন্ধ থাকায় পানি আটকে আছে বলে দাবি করেন তারা।
তবে ওই মুহূর্তে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। এদিকে অস্থায়ীভাবে কলেজে যাওয়ার আসার জন্য রাস্তা উচু করা হয়েছে। যা পরে স্থায়ীভাবে ব্যবস্থা করা হবে। সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ শেষ হলে সমস্যা সমাধান হবে আশা করছি।
শাহাদাৎ হোসেন/বিএ