জেলখানায় আসামিরা মোবাইল ফোন ব্যবহার করেন : মনিরুল
দেশের কারাগারগুলোতে আসামিরা মোবাইল ফোন ব্যবহার করে বাইরে যোগাযোগ করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, জঙ্গিরা কারাগার থেকে মোবাইল ফোন ব্যবহার করে বাইরে কথা বলে আমরা খবর পেয়েছি। ফোন দিয়ে তারা নিজেদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করে।
ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারাগারের ভেতর থেকে মোবাইল ফোন ব্যবহার করার প্রমাণ পেয়েছিল তদন্ত কমিটি। এটি প্রতিরোধে তদন্ত কমিটি সুনির্দিষ্টভাবে সুপারিশ জানানোর পরেও করাগারে মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে।
মোবাইল ফোন ছাড়াও আসামিদের আইনজীবী ও পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তারা বাইরে নানা রকম ‘তথ্য ও মেসেজ’ পাঠিয়ে জঙ্গি কার্যক্রম অব্যাহত রাখেন।
সোমবার রাজধানীর উত্তরা থেকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের ৮ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর এবিষয়ে আরো তথ্য বেড়িয়ে আসবে বলে জানান মনিরুল ইসলাম।
এআর/এআরএস/এমএস